বড়লেখার তালিমপুরে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখার তালিমপুর ইউনিয়নের বন্যাদুর্গত ৫০০ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে বড়লেখা সিটি ক্লিনিক এণ্ড ডায়াগনস্টিক সেন্টার। সোমবার (০১ আগস্ট) দিনব্যাপী এ দাতব্য প্রতিষ্ঠানের উদ্যোগে হাকালুকি হাওরপারে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে হাকালুকি মোহাম্মদীয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি প্রবাসী ব্যবসায়ী আব্দুল করিম সিআইপি। সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবু ইমাম মো: কামরান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নসিব আলী, তালিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা যুবলীগ নেতা সাইফুর রহমান সাগর, সুজিত চন্দ্র দাস, আওয়ামীলীগ নেতা শফিক উদ্দিন টুনু, ইউপি সদস্য সঞ্জয় দাস, এনাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাস, এসিআই লিমিটেড কক্সবাজার জোনাল অফিসার রিংকু লাল দাস প্রমুখ।