জুড়ীতে ফের অজগর উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ীতে প্রায়ই লোকালয়ে ধরা পড়ছে অজগর সাপ। সংরক্ষিত বনাঞ্চলে তীব্র খাদ্য সংকটের কারণে অজগর সাপসহ নানা বন্যপ্রাণি লোকালয়ে বেরিয়ে আসছে। মাত্র এক মাসের ব্যবধানে বড়লেখা ও জুড়ীতে ৩টি বড় আকারের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। জুড়ীতে লোকালয় থেকে প্রায় ৭ ফুট লম্বা উদ্ধারকৃত অজগরটি রোববার (৩১ জুলাই) বিকেলে স্থানীয়দের সহযোগিতায় বনকর্মীরা পুঁটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করেন।
জানা গেছে, উপজেলা সদরের উত্তর ভবানীপুর এলাকার কাজল মিয়ার বাড়িতে শনিবার রাতে একটি অজগর সাপ ঢুকে পড়ে। খবর পেয়ে বন বিভাগের লোকজন রাত ১১টার দিকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। রোববার বিকেলে সাপটিকে তারা স্থানীয় পুঁটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করেন। খাবারের সন্ধানে ক্ষুধার্ত অজগরটি লোকালয়ে ঢুকে পড়ে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। এদিকে গত ২৬ জুন জুড়ীর আমতৈল গ্রামের এক স্কুল শিক্ষকের বাড়ি থেকে একটি ও ২৭ জুলাই বড়লেখার উত্তর ডিমাই ষাটমারপার গ্রামের একটি ছড়া থেকে বিশাল আকৃতির আরেকটি অজগর সাপ উদ্ধার করে মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করে বন বিভাগ।
বন বিভাগের জুড়ী রেঞ্জ কর্মকর্তা আলা উদ্দিন বলেন, উদ্ধারকালে অজগরটিকে ক্ষুধার্ত দেখাচ্ছিলো। খাবারের সন্ধানে আশপাশের কোনো জঙ্গল থেকে এটি লোকালয়ে চলে আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রোববার বিকেলে অজগরটি পুঁটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।