এনআইডি কার্ডে জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে ‘ভেনেজুয়েলা’
নিজস্ব প্রতিবেদক :: সংশোধিত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব তথ্য ঠিক থাকলেও জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে হয়ে গেছে ভেনেজুয়েলা। এতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এনআইডি কার্ড সংশোধনকারীরা পড়েছেন মহাদুর্ভোগে। তবে নির্বাচন অফিস বলছে, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।
একাডেমিক সনদ, পাসপোর্ট, জন্মনিবন্ধন কিংবা পিতা-মাতার কাগজপত্রের সাথে তথ্যগত অমিলের কারণে অনেকেই জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য স্থানীয় নির্বাচন কার্যালয়ে আবেদন করেন। দিনের পর দিন ধর্ণা দিয়ে নানা ভোগান্তির পর সংশোধন সম্পন্ন হওয়ার বার্তা পেয়ে নির্বাচন কমিশনের সার্ভার থেকে এনআইডি ডাউনলোড করে বিপাকে পড়ছেন সংশ্লিষ্টরা। জন্মস্থানের কলামে ‘ভেনেজুয়েলা’ লিখা দেখে নতুন ভোগান্তিতে পড়েছেন তারা।
বিভিন্ন কম্পিউটারের দোকান মালিক সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে যারাই সংশোধনকৃত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করছেন তাদের প্রত্যেকের কার্ডের জন্মস্থান ভেনেজুয়েলা লেখা আসছে। এটার সমাধান করা হলেও ভুক্তভোগীরা আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হবেন।
বড়লেখা উপজেলার তালিমপুরের বাসিন্দা রোমানা বেগম। জাতীয় পরিচয়পত্রে তার নামের দ্বিতীয় অংশ ‘বেগম’ এর জায়গায় ভুল করে ‘আক্তার’ লেখা হয়। এটি সংশোধন করতে দিয়েছিলেন তিনি। তবে নাম সংশোধন হয়েছে ঠিকই। ফের হয়েছে আরেকটি ভুল। তার জন্মস্থান লেখা হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা।
পৌর শহরের বাসিন্দা শিউলি বেগম বলেন, ‘সব ডকুমেন্ট দিয়ে আবেদন করেছিলাম। সংশোধনের মেসেজ পেয়ে গত ২৯ জুলাই এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছি। এখন কী করবো বুঝতে পারছি না।’
নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ২ মাস আগে এনআইডি সংশোধনের আবেদন করে উপজেলা নির্বাচন অফিসে তাকে অনেকদিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির শিকার হয়ে অবশেষে আবেদন মঞ্জুরের মেসেজ পেয়ে গত শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন, তিনিও ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন। জরুরী পাসপোর্ট করার জন্য এনআইডি সংশোধন করেছিলেন। বড়লেখায় জন্মগ্রহণ করে এনআইডিতে ভেনেজুয়েলা লিখা থাকায় দুশ্চিন্তায় এখন আর পাসপোর্ট করতে যাচ্ছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু রোমানা বেগমই নন, এমন আরও ১২ জনের জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা লেখা হয়েছে। বিষয়টি নিয়ে বিব্রত তারা।
যোগাযোগ করা হলে উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা রোমানা বেগম বলেন, ‘অবাক করার বিষয় হলো আমার জন্ম বাংলাদেশের মৌলভীবাজারের বড়লেখায়। কিন্তু আমার জন্মস্থান লেখা হলো আমেরিকার দেশ ভেনেজুয়েলা। আমি পাড়াগাঁয়ের মানুষ। এমন দেশের নাম আমার জানা ছিলো না। এই দেশ কোথায় তা-ও আমি জানতাম না। অথচ জন্মস্থান হয়ে গেছে ভেনেজুয়েলা।’
চলতি বছরের মে মাসে নাম সংশোধন করার জন্য উপজেলা নির্বাচন অফিসে আবেদনপত্র জমা দিয়েছিলেন রোমানা বেগম। কয়েকদিন আগে ‘জাতীয় পরিচয়পত্র হয়ে গেছে’ মোবাইল ফোনে এমন বার্তা পান। তারপরই অবাক করার এ বিষয়টি জানতে পারেন।
একই বিড়ম্বনায় পড়া উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া গ্রামের সেজুল ইসলাম জানান, তিনি প্রায় দেড় মাস আগে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করেছিলেন। তখন এনআইডি কার্ডে জন্মস্থান মৌলভীবাজার লিখা থাকতে দেখেছেন। কিছুদিন আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিতে আবেদন জমা দেন। গত রোববার বিআরটি অফিস থেকে জানানো হয়, তার এনআইডি কার্ড ভেরিফাই করে দেখা গেছে তিনি ‘ভেনেজুয়েলায়’ জন্মগ্রহণ করেছেন। আবেদন ফাইলে জমা দেওয়া এনআইডি কার্ডের সাথে ভেরিফাই এনআইডি কার্ডের তথ্যের গরমিলের কারণে তার ড্রাইভিং লাইসেন্স কার্যক্রম সম্পন্ন হবে না।
আরেক ভুক্তভোগী ফয়সল আহমদ জানান, তার ছোটবোনের সামান্য ভুল সংশোধন করতে আবেদন করেন। কার্ড ডাউনলোড করে সবাই হতবাক। আমার ছোটবোনের জন্মস্থান নাকি ভেনেজুয়েলা। এর জন্য তিনি নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন। তিনি আরও বলেন, একটি এনআইডি কার্ড ডাউনলোড করতে ৬০ থেকে ১০০ টাকা খরচ হয়। ক্ষেত্রবিশেষে অনেকে আরও বেশি টাকা দাবি করে আদায় করেন। এই সমস্যার সমাধান করা হলেও ভুক্তভোগীদের আর্থিক ও মানসিক ক্ষতি ঠিকই হবে।
এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘আমরা এরই মধ্যে বিষয়টি জানতে পেরেছি। মৌলভীবাজার সদর, বড়লেখা ও জুড়ী উপজেলায় এই ঘটনা ঘটেছে। এছাড়া সিলেটের সুনামগঞ্জেও এ ধরণের ভুল পাওয়া গেছে। কী কারণে এটা হয়েছে, ত্রুটিটা কোথায় আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রধান কার্যালয়ে সিস্টেম ম্যানেজারকে বিষয়টি জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগে জাতীয় পরিচয়পত্র করা থাকলে ডাটাবেজে যে তথ্য থাকে ভুল সংশোধনের সময় সেটাই স্বয়ংক্রিয়ভাবে নতুন কার্ডে চলে আসে। এক্ষেত্রে সার্ভারে কোনো ভুল না প্রযুক্তিগত কোনো সমস্যা হয়েছে সেটা দেখা হবে। দ্রুত সবার জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করে দেওয়া হবে।’