বড়লেখায় মানবাধিকারকর্মী দম্পতিকে হত্যার চেষ্টা, ৫ আসামীর ২ বছরের সাজা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মানবাধিকার সংগঠন ‘সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি’র সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ ও তার স্ত্রী আয়শা আক্তারকে হত্যা চেষ্টা মামলায় ৫ আসামীকে ২ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন। রোববার (৩১ জুলাই) জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। এ সময় সাজাপ্রাপ্ত ৫ আসামীদের ৪জন আদালতে উপস্থিত ছিলেন। অপর সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কাদির দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন-বড়লেখা পৌরসভার পাখিয়ালার মৃত আরজদ আলীর ছেলে আব্দুস সহিদ, আব্দুল হাছিব, আব্দুল লতিফ এবং মুছেগুল গ্রামের ছাপ্পাই আলীর ছেলে ফখর উদ্দিন।
মামলার বিবরণে জানা গেছে, ‘সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি’র সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ বড়লেখা উপজেলার মুছেগুল গ্রামের মৃত সফিউল্লাহ’র মেয়ে আয়শা আক্তারকে বিয়ে করে শ্বশুড়বাড়িতে বসবাস করেন। স্ত্রী ও শ্বাশুড়ি রেজিয়া বেগমের সাথে আসামীদের জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিলো। তারা প্রায়ই আব্দুল্লাহ আল মাসুদের শ্বশুড়বাড়ির ভূ-সম্পত্তি জবরদখলের অপচেষ্টা চালাতে থাকে। গত ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি দুপুরে সংঘবদ্ধভাবে আসামীরা আব্দুল্লাহ আল মাসুদের স্ত্রী আয়শা আক্তার ও শ্বাশুড়ি রেজিয়া বেগমকে হত্যার উদ্দেশ্যে ঘরে ঢুকে অতর্কিত হামলা চালায়। দা, মুগোর ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এতে তারা ৩জনই গুরুতর আহত হন। এ ঘটনায় আহত আয়শা আক্তার হামলাকারী ৫জনের বিরুদ্ধে আদালতে মামলা (সিআর-৩২/২০) দায়ের করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন জানান, সিআর-৩২/২০ মামলার রায়ে বিজ্ঞ আদালত ৫ আসামীর ৫জনকেই দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এদের একজন পলাতক।