জুড়ীতে কুয়ার পানিতে ডুবে ও কুলাউড়ায় পুকুরে ডুবে দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, জুড়ী/কুলাউড়া :: মৌলভীবাজারের জুড়ীতে কুয়ার পানিতে ডুবে পারুল বেগম (২২) নামের এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার দমকল বাহিনীর সদস্যরা তার লাশ উদ্ধার করে। শনিবার (৩০ জুলাই) উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের ছোটধামাই গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা জানান, ছোটধামাই গ্রামের ইয়াকুব আলীর মেয়ে পারুল বেগম মানসিক রোগে ভোগছিলো। শনিবার দুপুরে সে সবার অজান্তে বাড়ির পাশে কুয়ার মধ্যে পড়ে যায়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গিয়ে সন্ধ্যায় কুয়া থেকে তার লাশ উদ্ধার করে।
কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে পারুলের মরদেহ আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী।
এদিকে কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে মাহমুদুর রহমান হাসান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিকেলে পৌরসভার উছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাসান ওই এলাকার মো. রব মিয়ার ছেলে। পারিবারিক সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়ির পিছনে হাসান খেলাধুলা করছিলো। এ সময় পরিবারের অজান্তে সে বাড়ির পিছনে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখেন। পরে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।