বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র ৫ম বর্ষপূর্তিতে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শনিবার (৩০ জুলাই) দুপুরে বড়লেখা পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি শাহীন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেন, সরকারের পাশাপাশি দেশের উন্নয়নে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে বড়লেখা ইউ.কে ফাউন্ডেশনটি বড়লেখার দরিদ্র মানুষের বসতঘর নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছে। সাম্প্রতিক বন্যায়ও তারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে, ত্রাণ বিতরণ করেছে।
বড়লেখা ইউ.কে ফাউন্ডেশনের ট্রেজারার নাজমুল ইসলাম ও শিক্ষক এমদাদুল ইসলাম চৌধুরী শিমুলের যৌথ উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বড়লেখা ইউ.কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডনের টাওয়ার হেমলেট সিটির কাউন্সিলর আতাউর রহমান, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, নিজবাহাদুরপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, প্রভাষক এমএ হাসান প্রমুখ।