বড়লেখায় করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় ভিলেজ সোস্যাল ডেভলপমেন্ট অর্গেনাইজেশনের (ভিএসডিও) উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে বুধবার (২৭ জুলাই) সকালে ‘কোভিড-১৯ প্রতিরোধ : ঝুঁকি নিরুপণ যোগাযোগ ও জনসচেতনতা জোরদারকরণ প্রকল্পের আওতায় কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রামেন্দ্র সিংহ।
সিনিয়র সাংবাদিক আব্দুর রব ও হাসপাতালের পরিসংখ্যানবিদ সুমন দাসের যৌথ উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন ভিলেজ সোস্যাল ডেভলপমেন্ট অর্গেনাইজেশনের নির্বাহী পরিচালক এমএএইচ সাহীন। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিএসডিও’র জেলা সমন্বয়কারী রোকশান আরা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক রিয়াজুল ইমলাম। উন্মুক্ত আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক লিটন শরীফ, সহকারি শিক্ষক ফয়সল আহমদ, ইউপি সদস্যা রহিমা বেগম, ইউপি সদস্যা মনিয়া বেগম, সাংবাদিক মিজানুর রহমান, তপন কুমার দাস, এজে লাভলু প্রমুখ।