রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই, ২০২২ ১১:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১১৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার শাখার উদ্যোগে কুলাউড়া, জুড়ী এবং বড়লেখা উপজেলার বন্যা দুর্গতদের মাঝে ৭৫০ টি ফুড প্যাকেট বিতরণ করা হয়। বুধবার (২৭ জুলাই) খাদ্যসামগ্রি বিতরণকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান, রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আলী হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীবৃন্দ। তিনটি উপজেলায় জেলা পরিষদের অধীনস্থ অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। খাদ্যসামগ্রির মধ্যে ছিলো চাল, ডাল, লবণ, চিনি, সুজি, তেল ইত্যাদি।