আশ্রয় কেন্দ্রে স্বেচ্ছায় পাঠদান করানো সেই শিক্ষকদ্বয় বিদায় দিলেন শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক :: বন্যার কারণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ে স্থাপিত আশ্রয় কেন্দ্রের যেসব শিক্ষার্থীকে স্বেচ্ছায় পাঠদান করা হয়েছিলো, বিদ্যালয় খুলে যাওয়ায় তাদের মঙ্গলবার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে। দুপুরে স্বেচ্ছায় পাঠদানকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস ও তাঁর সহযোগী সহকারী শিক্ষক হাসেম আলী শিক্ষার্থীদের বিদায় দেন। এ সময় সব শিক্ষার্থীর হাতে খাতা-কলম তুলে দেওয়া হয়।
গত ২২ জুন থেকে হাকালুকি হাওরপাড়ের বিভিন্ন গ্রামের ৫৩টি পরিবার বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ওঠে। বিদ্যালয়ের এই দুই শিক্ষক বানভাসী মানুষের খাওয়ার ব্যবস্থা করাসহ ২৩ জুন থেকে পরিবারের সঙ্গে আসা প্রথম থেকে দশম শ্রেণির ২৪ শিক্ষার্থীকে স্বেচ্ছায় পাঠদান শুরু করেন।
পঞ্চম শ্রেণির জেরিনা বেগম, অস্টম শ্রেণির ফাহিমা বেগমসহ একাধিক শিক্ষার্থী জানিয়েছে, বন্যার পানিতে তাদের বই-খাতা পানিতে ভেসে গেছে। কঠিন একটি সময়ে আশ্রয় কেন্দ্রে এসেছে তারা। এই শিক্ষকদ্বয় তাদের খাবারের ব্যবস্থাসহ পাঠদান করেছেন। এতে তাদের পড়াশোনার কোনো ক্ষতি হয়নি। এখন ছেড়ে যেতে তাদের কষ্ট হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস ও সহকারী শিক্ষক হাসেম আলী জানান, বুধবার থেকে স্কুল খুলেছে। সবার সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিলো। প্রাথমিক ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা আমাদের বলেছে, তাদের এই স্কুলে ভর্তি করে নিতে। তাদের ছাড়তে নিজেদেরও খারাপ লাগছে।