বড়লেখায় আরও ১০ গৃহহীন পরিবার পেলো মাথা গোঁজার ঠাঁই
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সরকারি পাকাঘর পেলো আরও ১০ গৃহহীন পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে এসব ভূমিহীনদের মাঝে ভূমির কবুলিয়তনামা ও সরকারি পাকাঘরের চাবি হস্তান্তর করে। এ নিয়ে বড়লেখায় সর্বমোট ২৪৬ ভূমি ও গৃহহীন পরিবার পেলো মাথা গোঁজার ঠাঁই। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খানের যৌথ উপস্থাপনায় ১০ ভূমিহীন পরিবারকে দলিলপত্র হস্তান্তর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তমন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আমেরিকা প্রবাসী আওয়ামীলীগ নেতা বদর উদ্দিন, নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ প্রমুখ।