বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বড়লেখায় স্মরণসভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দৈনিক যুগান্তর’র বড়লেখা উপজেলা প্রতিনিধি আব্দুর রব ও স্বজন সমাবেশ বড়লেখার যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। স্মরণসভায় মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন দক্ষিণভাগ মোহাম্মদীয়া টিলাবাজার টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাউছার আহমদ।
যুগান্তর প্রতিনিধি আব্দুর রব এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের দুই নম্বর প্যানেল চেয়ারম্যান এমরান আহমদের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন ভিলেজ সোস্যাল ডেভলপমেন্ট অর্গেনাইজেশনের নির্বাহী প্রধান এমএএইচ সাহীন, জেলা কো-অর্ডিনেটর রোকশান আরা আক্তার, দক্ষিণভাগ এনসিএম হাইস্কুল জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা হেলাল উদ্দিন, ইউপি মেম্বার সমীরণ মুন্ডা, মাওলানা আনোয়ার হোসেন, খালিদ আল হিশাম, মাদ্রাসা শিক্ষক সালমান আহমদ, আব্দুর রহমান প্রমুখ।