জুড়ীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৪৫
নিজস্ব প্রতিবেদক, জুড়ী :: মৌলভীবাজারের জুড়ীতে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের মানিকসিংহ বাজার নামক স্থানে রোববার (১৭ জুলাই) বিকেলে একটি যাত্রীবাহী বাস উল্টে ১ শিশু নিহত ও ৪৫ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীসহ থানা পুলিশ সূত্র জানায়, রোববার বিকেল ৪টায় জুড়ী থেকে কুলাউড়া যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস মানিকসিংহ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লোকজন এসে বাসের কাঁচের জানালা ভেঙ্গে যাত্রীদেরকে উদ্বার করে। যাত্রীদের মধ্য থেকে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু ঘটে ও অন্তত ৪৫ জন আহত হন। এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেভাবে গাড়ি উল্টেছে তাতে হতাহতের সংখ্যা বেশি হতে পারতো। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।