বড়লেখায় বন্যার্তদের আর্থিক সহায়তা প্রদান করলো এনআরবিসি ব্যাংক
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই, ২০২২ ১১:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১৩৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক বড়লেখা উপ-শাখা। ব্যাংকের পক্ষ থেকে উপজেলার বন্যাকবলিত এলাকার ১২০ ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বন্যার্তদের আর্থিক অনুদান প্রদান উপলক্ষে এনআরবিসি ব্যাংকের বড়লেখা উপ-শাখায় রোববার (১৭ জুলাই) বিকেল ৪টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড়লেখা উপ-শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুক্তার হোসেনের সভাপতিত্বে ও সহকারি ম্যানেজার আব্দুল মুমিত রনির উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান আহমদ খলিল, ব্যাংকের সহকারি অফিসার সায়েম আহমদ জাকির প্রমুখ।