বড়লেখায় বন্যার্তদের মাঝে ত্রাণ, শিশুখাদ্য ও পশুখাদ্য বিতরণ করলেন পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রি, শিশুখাদ্য ও গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি চার ইউনিয়নে এগুলো বিতরণ করেন। গত শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।
সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েলের উপস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশমন্ত্রী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ। এর আগে মন্ত্রী উপজেলার তালিমপুর, নিজবাহাদুরপুর ও উত্তর শাহবাজপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রি, শিশুখাদ্য ও গবাদি পশুর খাদ্য বিতরণ করেন।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদ উপলক্ষে ভিজিএফ খাদ্যশস্য এবং ত্রাণসামগ্রিসহ প্রায় সাড়ে ৮ হাজার পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ৯৩২ প্যাকেট শিশুখাদ্য এবং ২৮০ প্যাকেট পশুখাদ্য বিতরণ করা হয়।