বড়লেখায় আ’লীগ নেতার পক্ষ থেকে সাড়ে ৩শ’ পরিবারকে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমাজসেবক ইমরুল ইসলাম লাল প্রবাসীদের আর্থিক সহযোগিতায় বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ অব্যাহত রেখেছেন। শনিবার (০৯ জুলাই) নিজ ইউনিয়নের তিনটি ওয়ার্ড এলাকায় আরও সাড়ে ৩শ’ বন্যাদুর্গত পরিবারের ঘরে ঘরে ত্রাণসামগ্রি পৌঁছে দিয়েছেন।
সুজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমরুল ইসলাম লাল প্রবাসীদের আর্থিক সহযোগিতায় বন্যার্ত ২ হাজার ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রি বিতরণের উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে সম্প্রতি সুজানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১২শ’ দুর্গত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রি বিতরণ করেন। শনিবার দিনব্যাপী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সুজানগর, কালাইউরি ও লেঞ্জিবাড়ি গ্রামে; ৭নং ওয়ার্ডের দক্ষিণ সুজানগর গ্রামে; ২নং ওয়ার্ডের ব্রাম্মণের চক গ্রাম ও ৩নং ওয়ার্ড এলাকায় আরও ৩৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রি পৌঁছে দেন আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম লাল। এ সময় তাকে সহোযোগিতা করেন সুজানগর ইউনিয়ন আওয়ামীলীগ, প্রত্যেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক, ইউনিয়ন এবং ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।