বড়লেখায় যুবলীগ নেতা উজ্জ্বলের পক্ষ থেকে বন্যার্তদের ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১৫৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জ্বল শনিবার (০৯ জুলাই) বিকেলে নিজ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহারসামগ্রি বিতরণ করেছেন। নিজবাহাদুরপুর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের বন্যাদুর্গতদের মাঝে ঈদসামগ্রি বিতরণকালে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দুলাল আহমেদ ও সাধারণ সম্পাদক দিলাল আহমেদ, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন ও বাদশা মিয়া প্রমুখ।