বড়লেখায় জেলা যুবদলের সভাপতি উজ্জ্বলের অর্থায়নে ঈদসামগ্রি বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এর অর্থায়নে এবং বড়লেখা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের যৌথ উদ্যোগে বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও ০১টি পৌরসভা এলাকার ৬০০ পরিবারে ঈদসামগ্রি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ জুলাই) বিকেলে রতুলিবাজারে ঈদ উপহার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বড়লেখার বানভাসী মানুষের মধ্যে এ ঈদসামগ্রি বিতরণ করা হয়।
বড়লেখা উপজেলা যুবদলের আহবায়ক এসএম শরিফুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে ও সদস্য সচিব ইকবাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, জেলা জাসাস’র সাবেক সভাপতি মারুফ আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাহরিয়ার জামান খালেদ প্রমুখ।