নৌকায় ভোট দিলে দেশ উন্নতির শিখরে পৌঁছবে-বড়লেখায় শিক্ষাবৃত্তি বিতরণকালে পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় মৌলভীবাজারের বড়লেখায় ২০২১-২০২২ অর্থবছরের শিক্ষাবৃত্তি বিতরণ করেছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। পার্বত্য চট্টগ্রাম ব্যতীত এ কর্মসূচির আওতায় ১৪০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্রছাত্রীর মাঝে ৬ লাখ ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করেন মন্ত্রী। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শনিবার (০৯ জুলাই) সকাল ১১টায় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে এতো উন্নতি হয়েছে যা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বিশ্ব অবাক হয়ে দাঁড়িয়ে যায়, কিভাবে এতো উন্নতি সম্ভব? আর এ উন্নতি সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। তাই আগামীতে নৌকায় ভোট দিলে দেশ উন্নতির চরম শিখরে পৌঁছবে, নতুবা দেশ ধ্বংস হয়ে যাবে। দেশের অন্য দলকে ভোট দিলে তারা লুটপাটে ব্যস্ত থাকে। তারা দেশকে জঙ্গিবাদ রাষ্ট্র বানাতে চায়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকার নৃ-গোষ্ঠির পাশে রয়েছে এবং থাকবে। এজন্যই বার বার তাদেরকে সহায়তা করা হচ্ছে। তাই সরকারের দেয়া টাকার মাধ্যমে শিক্ষার্থীরা যেনো পড়াশুনা করে উচ্চশিক্ষা অর্জন করে। সুশিক্ষায় শিক্ষিত হয়। আর আপনারা যারা টিলায় বসবাস করেন, দয়া করে টিলা কাটবেন না। গাছ কাটবেন না। নতুবা প্রকৃতি এর বিচার করবে। টিলাধসে ঘুমের মধ্যেই মারা যাবেন। এটা যাতে না হয় সেজন্য সতর্ক থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা সিনিয়র সহ-সভাপতি ডা: প্রণয় কুমার দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, আওয়ামীলীগ নেতা বিবেকানন্দ দাস নান্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক গোপাল দত্ত, দক্ষিণভাগ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন প্রমুখ। সভা শেষে মন্ত্রী ১ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মধ্যে টাকার চেক হস্তান্তর করেন। এছাড়া অনুষ্ঠানে শাহবাজপুর এলাকার দরিদ্র মাসুক উদ্দিনের বসতঘর সাম্প্রতিক টিলাধসে সম্পূর্ণ ঘর বিধ্বস্ত হওয়ায় উপজেলা পরিষদের তহবিল থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।