সিলেটস্থ বড়লেখা সমিতি’র পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রি বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯ জুলাই, ২০২২ ১:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১৩৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: সিলেটস্থ বড়লেখা সমিতির পক্ষ থেকে মৌলভীবাজারের বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রি বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৮ জুলাই) বড়লেখায় বানভাসী মানুষের মাঝে ঈদ উপহারের খাদ্যসামগ্রি বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল জলিল ও অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলার পাকশাইল, মনারাই, বর্ণি, টুকা, দাসেরবাজার, গগড়া বাংলাবাজার, তালিমপুর এবং বড়লেখা পৌরসভায় এসব খাদ্যসামগ্রি বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার কাউন্সিলর জেহিন সিদ্দিকী। সিলেটস্থ বড়লেখা সমিতির সদস্য শাক্কুর আহমদ জনি, সাইদুল ইসলাম, তারেক আহমেদ, শাহজাহান আহমদ, ইমন আহমদ, নাঈম আহমদ প্রমুখ।