পুলিশের আইজিপি’র পুরস্কারের অর্থে বড়লেখায় ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর শুদ্ধাচার পুরস্কারের অর্থে মৌলভীবাজারের বড়লেখায় বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করা হয়েছে। উল্লেখ্য পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) দীর্ঘস্থায়ী বন্যায় বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে শুদ্ধাচার পুরস্কারের সমুদয় টাকা গত ৬ জুলাই মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার হাতে তুলে দেন। এরই প্রেক্ষিতে শুক্রবার (০৮ জুলাই) দুপুরে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে আইজিপি’র শুদ্ধাচার পুরস্কারের অর্থ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক সাহেদুল মজিদ নিকু প্রমুখ।