বড়লেখায় এসএম জাকিরের ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: বন্যা আক্রান্ত বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। শুক্রবার (০৮ জুলাই) বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন ও সুজানগর ইউনিয়নের দুর্গত মানুষের মধ্যে এসব ত্রাণসামগ্রি বিতরণ করা হয়। সুজানগর ইউনিয়নের ইউপি সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএম জাকির হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণভাগ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সুজানগর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, দক্ষিণভাগ ইউনিয়নের ইউপি সদস্য আজিজুল ইসলাম, জুড়ী উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ফয়সল মাহমুদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক বেলাল হোসাইন, জুড়ী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ইকবাল খান, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাছুম আহমদ, সদস্য নাবিল আহমদ প্রমুখ।