বড়লেখায় বিপুল পরিমাণ নিষিদ্ধ নাসির বিড়ি ও মদ পুড়িয়ে ধ্বংস
প্রকাশিত হয়েছে : ৭ জুলাই, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ১৭৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ কর্তৃক বিভিন্ন সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য বুধবার (০৬ জুলাই) বিকেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক, বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম।
বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আদালতের অনুমতিক্রমে বিভিন্ন সময়ে উদ্ধার করা ১ লাখ ১০ হাজার ৩৭৫টি ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি এবং ১০ লিটার মদ বড়লেখা থানা কম্পাউন্টে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়েছে।