বড়লেখায় বন্যাদুর্গত ১২০০ পরিবারে আওয়ামীলীগ নেতার ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখার সুজানগর ইউনিয়নের বন্যাদুর্গত নিজ এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমরুল ইসলাম লাল। তিনি বন্যার্ত ২ হাজার ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রি বিতরণ করেছেন। মঙ্গলবার (০৫ জুলাই) ও বুধবার (০৬ জুলাই) তিনি সুজানগর ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ১২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রি বিতরণ করেছেন। তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন প্রবাসীরা। খাদ্যসামগ্রি বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বিপুল কান্তি দাস, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম সাইদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি চেরাগ উদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শায়েস্তা মিয়া, সাধারণ সম্পাদক তুতি মিয়া, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুজন দাস অজিত, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাস, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি স্বপন কুমার দাস, দুবাই প্রবাসী আনোয়ার হোসেন এখই, রাসেল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা জামিল আহমদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমদ ফায়েক, ফ্রান্স প্রবাসী ফয়ছল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রূপক দাস দুলন প্রমুখ।