বন্যার পানিতে সাঁতার শিখতে গিয়ে কলেজছাত্রের সলিল সমাধি
নিজস্ব প্রতিবেদক, জুড়ী :: মৌলভীবাজারের জুড়ীতে বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে সাঁতার শিখতে গিয়ে অনুপম উপাধ্যায় (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) রাতে উপজেলার ধামাই চা বাগান এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। অনুপম শ্রীমঙ্গল উপজেলার গান্ধীছড়া চা বাগানের বাসিন্দা। তিনি কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বন্যার পানিতে বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে পানির ড্রাম নিয়ে নামেন অনুপম। পানির ড্রাম ছিদ্র হয়ে যাওয়ায় ডুবে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর রাতে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ধামাই বাজারের ব্যবসায়ী মোর্শেদ মিয়া বলেন, অনুপম তার মামা ধামাই চা বাগানের বাসিন্দা কিশোর মিত্রের বাড়িতে থাকতো। সম্প্রতি ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধামাই চা বাগানের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়। বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে নেমে সাঁতার শিখতে শুরু করেন অনুপম। একপর্যায়ে পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন তিনি। রাত সাড়ে ৮টার দিকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।’
কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক সোলায়মান হোসেন বলেন, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
জুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় কুমার চক্রবর্ত্তী জানান, অনুপম সাঁতার জানেন না। পানির ড্রাম নিয়ে বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে নেমে সাঁতার শিখতে শুরু করেন। একপর্যায়ে ড্রাম ছিদ্র হয়ে তিনি পানিতে ডুবে যান। পরে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।