বড়লেখায় ৩০০ বন্যাদুর্গত পেলো এনসিসি ব্যাংকের ত্রাণ সহায়তা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন সকলেই। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। জেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বড়লেখা উপজেলা। এবার বন্যাদুর্গতের পাশে দাঁড়িয়েছে এনসিসি ব্যাংক বড়লেখা শাখা। সোমবার (০৪ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার বন্যাদুর্গত ৩শ’ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিড়া, খেজুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রি বিতরণ করে ব্যাংক কর্তৃপক্ষ। ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের সিলেট বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল ক্বাফী মজুমদার।
এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক অজয় দত্তের সভাপতিত্বে ও ব্যবসায়ী শামীম আহমদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সহ-সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক আমেরিকা প্রবাসী আওয়ামীলীগ নেতা বদর উদ্দিন, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, এনসিসি ব্যাংক সিলেট চৌহাট্টা শাখার ব্যবস্থাপক আরশাদ উল্লাহ খান, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।