বড়লেখায় প্রাকৃতিক বিপর্যয়, ৩ শতাধিক টিলা ধসে ২ সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৩ শতাধিক টিলা ধসে ২ হাজারেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। টিলার মাটি চাপায় নিহত হয়েছেন ১জন চা শ্রমিক ও আহত হয়েছেন ১৫ ব্যক্তি। প্রশাসনের আগাম সতর্কীকরণ প্রচারণায় টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা নিরাপদ স্থানে সরে যাওয়ায় হতাহতের তালিকা দীর্ঘ হয়নি। বসতবাড়ি বিধ্বস্ত হওয়া হতদরিদ্র লোকজন গত ১৫ দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। তাদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
জানা গেছে, গত ১৭ জুন টানা ৭২ ঘণ্টার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল, কুমারশাইল, অহিদাবাদ, আয়শাবাগ চা বাগান, বেরেঙ্গা খাসিয়া পানপুঞ্জি, শ্রীধরপুর, সায়পুর, করমপুর, আতুয়া, বড়াইল, নান্দুয়া, ভুগা চানপুর; দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল, মোহাম্মদনগর, বানিকোণা, সোয়ারারথল, শাহবাজপুর ও রহমানিয়া চা বাগান, চণ্ডিনগর, গান্ধাই খাসিয়া পানপুঞ্জি, আগার পানপুঞ্জি, বনাখলা পানপুঞ্জি; দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের মাধবকুণ্ড খাসিয়া পুঞ্জি, সমনবাগ চা বাগানের মোকাম অংশ ও কাশেমনগর গ্রাম; সদর ইউনিয়নের বিওসি কেছরীগুল, উত্তর ডিমাই ও দক্ষিণ ডিমাই, সাতকরাকান্দি, খাগালা, কেছরীগুল, হিনাইনগর গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় ২ হাজারেরও বেশি বসতঘর বিধ্বস্ত হয়েছে। অনেকের ঘরবাড়ি ধসে পড়া টিলার মাটিতেই চাপা পড়ে গেছে। টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী প্রায় সকলেই হতদরিদ্র।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, সাম্প্রতিক দুর্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ৩ শতাধিক টিলা ধসে দুই সহস্রাধিক মানুষের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের বসতঘরে টিলা ধসে পড়ে বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের পুর্নবাসনের লক্ষ্যে সেই তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।