বড়লেখায় বানভাসীদের সহায়তায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়াউল হকের নেতৃত্বে আদালতের আইনজীবিবৃন্দ, আদালত কর্মচারী, আদালত পুলিশ ও আইনজীবি সহকারীগণ বন্যাদুর্গতের সহায়তায় এগিয়ে এসেছেন। গত ২৮ জুন উপজেলার বন্যাদুর্গত সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি, দশঘরি ও তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামের ৪ শতাধিক পানিবন্দী অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার ১০টি ইউনিয়নের ৫টির সম্পূর্ণ এলাকা ও অপর ৫ ইউনিয়নের অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। এছাড়া পৌরসভার ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। গত ১৫ দিন ধরে উপজেলার অন্তত দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বন্যাদুর্গতদের জন্য খোলা হয়েছে ৫২টি বন্যা আশ্রয় কেন্দ্র।
বন্যার্তদের অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়াউল হক, এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, সিনিয়র আইনজীবি আফজল হোসেন, অ্যাডভোকেট হারুন অর রশীদ, অ্যাডভোকেট জিল্লুর রহমান, এডভোকেট শৈলেশ চন্দ্র রায়, আদালত পুলিশের সিএসআই মুজিবুর রহমান প্রমুখ।