বড়লেখায় সূচনা উপকারভোগীদের নিয়ে সমাবেশ ও মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৩০ জুন, ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১২৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল নয়াগ্রামে গত মঙ্গলবার (২৮ জুন) সিএনআরএস’র সূচনা কর্মসূচীর উপকারভোগীদের সর্বোত্তম অনুশীলনসমূহের প্রদর্শন সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। ইউপি সদস্য শহিদ আহমদের সভাপতিত্বে এবং সূচনা’র পুষ্টি কর্মকর্তা আল-আমীন ও তালেব আহমদের যৌথ উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কামরুজ্জামান খান, সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য রাহেলা বেগম সুমি, মতিউর রহমান, উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি সামছুল হাসান, অসীম চন্দ্র দাস প্রমুখ।