হত্যা চেষ্টা মামলায় কারাবরণ, বড়লেখায় শিক্ষক সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় জনৈক বদরুল ইসলামের হত্যা চেষ্টা মামলায় কারাবরণকারী গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিতর্কিত সেই প্রধান শিক্ষক আপ্তাব আলীকে অবশেষে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় ‘অফিস আদেশ’ জারি করেছে। আদেশের কপি মঙ্গলবার (২৮ জুন) বড়লেখা উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে পৌঁছেছে।
উপ-পরিচালক ড. নাছিমা বেগম স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে জানা গেছে, গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব আলীর বিরুদ্ধে বড়লেখা থানার ২৪.০৪.২০২২ ইংরেজির মামলা নং-১৫, জি.আর-৩০/২২(বড়), ধারা-৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২) কোড এর আসামী হিসেবে গত ২৫ মে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত প্রধান শিক্ষক আপ্তাব আলীর জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। সরকারি চাকুরি বিধিমালা মোতাবেক জেলহাজতে প্রেরণের তারিখ থেকে তাকে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন জানান, সাময়িক বরখাস্তকালীন অভিযুক্ত প্রধান শিক্ষক আপ্তাব আলী প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন। তিনি স্কুলের কোনো ধরণের দৈনন্দিন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। চাকুরি শৃক্সক্ষলা ভঙ্গের কারণে ইতোপূর্বে তার ইনক্রিমেন্ট কাটা পড়ে। জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন সহকারি শিক্ষক ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।