বড়লেখায় শিশুদের মায়ের দুধের গুরুত্ব বিষয়ে অবহিতকরণ সভা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে শনিবার (২৫ জুন) সকালে ৬ মাস বয়স পর্যন্ত শিশুদের মায়ের দুধের উপকারিতা ও গুঁড়া দুধের অপকারিতা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ সভার আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে ও মেডিক্যাল টেকনোলজিস্ট শৈলেন্দ্র চন্দ্র নাথের উপস্থাপনায় সভায় রিপোর্স পার্সন ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে। মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান, ফিসারি অফিসার কামরুল হাসান, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রব, হাসপাতালের পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাস, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মনোয়ারা বেগম প্রমুখ।