বড়লেখা ট্রাক্টর মালিক সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ জুন, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১৪৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ট্রাক্টর মালিক সমিতি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। শনিবার (২৫ জুন) উপজেলার বর্ণি ও তালিমপুর ইউনিয়নের ইসলামপুর, টেকাহালি, ফকিরবাজার এলাকার বন্যাদুর্গত ২ শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে সমিতির নেতৃবৃন্দ খাদ্যসামগ্রি বিতরণ করেছেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন উপজেলা ট্রাক্টর মালিক সমিতির সভাপতি কবির চৌধুরী, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মমিন উদ্দিন, সদস্য আতিক রহমান, ব্যবসায়ী আমিনুল ইসলাম, কুশিয়ারা মটরসের স্বত্তাধিকারী ইসলাম উদ্দিন, ব্যবসায়ী মইনুল ইসলাম প্রমুখ।