বড়লেখা উপজেলা বাউল সংগীত শিল্পী সংগঠনের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ২৫ জুন, ২০২২ ১০:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ২৫০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বাউল সংগীত শিল্পী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনের কমিটি গঠন উপলক্ষে শনিবার (২৫ জুন) বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক কর্মী কবির আহমদের সভাপতিত্বে ও তারেক আহমদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা। সর্বসম্মতিক্রমে বাবুল আহমদকে সভাপতি ও খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।