বড়লেখায় সুনাই নদীর বাঁধে ভাঙ্গন, হুমকিতে ৫ ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা ও সিলেটের বিয়ানীবাজারের মধ্যবর্তী স্থান দিয়ে ভারত থেকে নেমে সুনাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বড়লেখার নিজবাহাদুরপুর ইউনিয়নের হলদিরপার এলাকায় নদীর বাঁধে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। বুধবার (২২ জুন) রাতে স্থানীয় জনসাধারণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের যুবকরা একটি ভাঙ্গনস্থলের মেরামত করেছেন। প্রবল স্রোতে নদীগর্ভে বিলীন হওয়ার হুমকিতে নদী তীরবর্তী রাস্তা, মাদ্রাসা, মসজিদ ও স্কুল। এছাড়া বাঁধ ভেঙ্গে পানি ঢুকে তলিয়ে যেতে পারে নিজবাহাদুরপুর, দাসেরবাজার, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর ও তালিমপুর ইউনিয়নের ব্যাপক এলাকা।
সরেজমিনে জানা গেছে, গত কয়েকদিন ধরে সুনাই নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। নিজবাহাদুরপুর ইউনিয়নের বেশ কয়েকটি স্থানের বাঁধে ভাঙ্গন দেখা দেয়। কিছু এলাকা প্লাবিত হলেও স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে বালু ও মাটির বস্তা ফেলে মেরামত করায় নিজবাহাদপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা পায়। বুধবার সন্ধ্যায় হলদিরপার এলাকায় সুনাই নদীর দক্ষিণের প্রায় ৫০ মিটার বাঁধে ভাঙ্গন শুরু হলে হলদিরপার মহল্লাবাসী ও যুব স্বেচ্ছাসেবকরা প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে বাঁধ মেরামত করেন। তবে ভারতের আসামে আবারও ভারী বৃষ্টিপাত হলে বাঁধ ভেঙ্গে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে উপজেলার নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, দাসেরবাজার ও তালিমপুর ইউনিয়নের ব্যাপক এলাকা।
নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, ইতোপূর্বে সুনাই নদীর বাঁধ ভেঙ্গে তার ইউনিয়নের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। ১৫ থেকে ২০ হাজার মানুষ এখনও পানিবন্দী। বুধবার রাতে বিভিন্ন স্থানের বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। স্থানীয় লোকজন একটি স্থান মেরামত করলেও তা কতোক্ষণ টিকবে তা নিয়ে শঙ্কায় আছেন।