বড়লেখায় ১০ বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বৃহস্পতিবার (২৩ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়, চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রসহ ১০টি বন্যা আশ্রয় কেন্দ্রের দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের দেড় হাজার প্যাকেট খাদ্যসামগ্রি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আমেরিকা প্রবাসী আওয়ামীলীগ নেতা বদর উদ্দিন প্রমুখ।
এদিকে দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওরের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশংকা করা হচ্ছে। গত ৮দিন ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার সুজানগর, বর্ণি, তালিমপুর, দাসেরবাজার ও নিজবাহাদুরপুর ইউনিয়নের পানিবন্দী লক্ষাধিক বানভাষী মানুষ।