বড়লেখায় স্কুলশিক্ষক হত্যা মামলার প্রধান আসামী কারাগারে
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় বহুল আলোচিত স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী রিপন খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এক বছর পালিয়ে থাকার পর অবশেষে বুধবার (২২ জুন) দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সে আত্মসমর্থন করে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রিপন খান (৪১) উপজেলার সফরপুর খানপাড়া গ্রামের মৃত মসকন্দ আলীর ছেলে।
জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক আপ্তাব উদ্দিনের সাথে তারই ছোটভাই রাজনগর আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত বছরের ১৬ মে সকালে বসতঘরের সম্মুখের রাস্তায় সঙ্গবদ্ধ আসামীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তিনি মারা যান। কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ছেলে তানভীর আহমদ হামলাকারীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা (জি.আর-৮৬/’২১) দায়ের করেন।
বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি ইকরাম হোসেন মামলার প্রধান আসামীকে কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেন।