বন্যাদুর্গতদের খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে সরকার-জুড়ীতে পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেছেন, সরকার বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে। এ সরকার বন্যাসহ যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। যতোদিন বন্যা থাকবে ততোদিন খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছুর সরবরাহ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এসেছিলেন এবং ঘোষণা করেছেন বন্যা কবলিত মানুষের জন্য যা যা প্রয়োজন সবকিছু তিনি করবেন। সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠন আপনাদের পাশে আছে এবং থাকবে।
পরিবেশমন্ত্রী বুধবার (২২ জুন) মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা মিলনায়তনে বন্যার্তদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ও জুড়ী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রি বিতরণকালে এসব কথা বলেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানা অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, আওয়ামীলীগ নেতা মাসুক আহমদ, কিশোর রায় চৌধুরী মণি, আব্দুল কাদির দারা প্রমুখ।
পরিবেশমন্ত্রী বলেন, আমাদের দেশ বন্যাপ্রবণ এলাকা তাই আমাদের এ ধরণের দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হবে। মৌলভীবাজারে বন্যা আরও কয়েকদিন চলমান থাকতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, বেশি বন্যা হলে বিদ্যুৎ স্টেশন তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। ফলে দিয়াশলাই, টর্চলাইট, মোমবাতিসহ প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখতে হবে। আত্মবিশ্বাস ও মনের জোর রাখতে হবে। যে কোনো প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে হবে।
পরিবেশমন্ত্রী উপজেলার বন্যাকবলিত ৮৫০ টি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ আনুষঙ্গিক জিনিসপত্র সংবলিত ত্রাণসামগ্রি বিতরণ করেন।