বড়লেখায় প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বুধবার (১৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও তরুণ সংগঠকবৃন্দ অংশ নেন। প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন। কর্মশালার সমাপণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ। কর্মশালায় ১০টি গ্রুপের মাধ্যমে ১০টি উদ্যোগের বিভিন্ন সমস্যা ও এ থেকে উত্তোরণের উপায় বের করা হয়। অংশগ্রহণকারীরা এগুলো সভায় উপস্থাপনও করেন। কর্মশালায় আলোচকগণ দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহিত বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সফলতা তুলে ধরেন।