বড়লেখায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় বিয়ের প্রলোভন দেখিয়ে আল-আমীন আলাই নামক এক যুবক উপজেলার কাশেমনগর-গুচ্ছগ্রাম গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করেছে। ধর্ষিতার ভাইয়ের দায়েরকৃত ধর্ষণ মামলায় মঙ্গলবার রাতে ওই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। বুধবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
থানা পুলিশ সূত্র জানায়, প্রায় এক মাস আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে আল-আমীন আলাই দক্ষিণভাগ ইউপি’র কাশেমনগর-গুচ্ছগ্রাম গ্রামের কিশোরীকে (১৭) সোমবার রাতে বাড়ির পাশের কাঁঠাল গাছের নিচে নিয়ে যায়। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরের দিন মঙ্গলবার (১৪ জুন) রাতে ওই যুবক কিশোরীকে বিয়ে করার আশ্বাস দিয়ে পুনরায় ঘরের বাহিরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরী কান্নাকাটি ও চিৎকার করে। বিষয়টি স্বজনদের মধ্যে জানাজানি হলে ধর্ষিতার ভাই রাতেই থানায় মামলা করেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ আল-আমীন ওরফে আলাইকে গ্রেফতার করে।
এ বিষয়ে বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ধর্ষণ মামলা রেকর্ডের পরই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।