বড়লেখায় ব্যবসায়ী শশাঙ্ক অপহরণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী বাবুল আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার চণ্ডিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল ওই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।থানা পুলিশ সূত্র জানায়, ২০১৭ সালে গোলাপগঞ্জ থানায় দায়ের করা একটি চুরির মামলায় বাবুল আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকেই সে পলাতক ছিলো। এছাড়া গত বছর ব্যবসায়ী শশাঙ্ক কুমার দত্তকে অপহরণ ঘটনার পর থেকেই সে আত্মগোপনে চলে যায়।সোমবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি’র চণ্ডিনগর এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে গ্রেপ্তার করেন। এছাড়া বাবুল বড়লেখা পৌর শহরের ব্যবসায়ী শশাঙ্ক কুমার দত্ত অপহরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী।
এ বিষয়ে বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ব্যবসায়ী অপহরণ মামলার পর থেকেই এজাহারভুক্ত আসামী বাবুল আত্মগোপন করে। সোমবার রাতে বাড়িতে অবস্থান করার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় একটি চুরির মামলার ওয়ারেন্ট রয়েছে। এ দুই মামলার পলাতক আসামী হিসেবে মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।