বড়লেখায় ৫ গরু চোরের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় ৫ গরু চোরের মধ্যে ২জনের ৫ বছরের ও অপর ৩জনের ৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। ৫ বছরের সশ্রম দণ্ডপ্রাপ্তরা হচ্ছে-উপজেলার গোপালপুর গ্রামের হাসান মিয়া (৩০) ও নাছিম আহমদ (২৮) এবং ৪ বছরের সশ্রম দণ্ডপ্রাপ্তরা হচ্ছে-সাইফুল ইসলাম, কাউছার আহমদ ও গোলাপগঞ্জের রহমত খান।
সূত্র জানায়, আসামীরা ২০১৭ সালের ২৯ নভেম্বর সন্ধ্যা রাতে বড়লেখা পৌর শহরের তেলিগুল এলাকার বাসিন্দা জাকির হোসেনের বসতঘরের বারান্দা থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। স্থানীয় জনতার সহায়তা জাকির হোসেন চোরদের ধাওয়া করেন। এরপর ২ গরুচোরকে আটক ও চোরাই গরু উদ্ধার করেন। পরে তিনি গরু চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ৫জনকে আসামী দিয়ে থানায় মামলা করেন। এ বিষয়ে বড়লেখা চৌকি আদালতের এপিপি গোপাল দত্ত রায় ঘোষিত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।