ঘুরতে গিয়ে হাকালুকি হাওরে প্রাণ গেলো এইচএসসি পরীক্ষার্থীর
নিজস্ব প্রতিবেদক :: এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা অংশে নৌকাডুবিতে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী তানিম সিদ্দিকী (১৯) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি। ৪ ঘণ্টা পর রাত সাড়ে ৯টায় হাওর থেকে তানিমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। তানিম বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের তাজুল সিদ্দিকীর ছেলে এবং ভাটেরা স্কুল এণ্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার দুপুরে তানিম তার বন্ধু-স্বজনসহ ৮ যুবক বরমচালের ইটাখোলা থেকে নৌকাযোগে পার্শ্ববর্তী ভাটেরা ইউনিয়নের শাহমীর গ্রামে দাওয়াত খেতে যান। বিকেলে ফেরার পথে হাকালুকি হাওরে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় তার সাথে থাকা ৭জন সাতরে তীরে ওঠেন। কিন্তু তানিম হাওরের পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়দের সহযোগিতা নিয়ে তানিমের স্বজনরা নৌকা দিয়ে হাওরে খোঁজতে থাকেন। প্রায় ৪ ঘণ্টা পর রাতে পানিতে তার মরদেহ পাওয়া যায়।
কুলাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিভাবকের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তানিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।