সুজাউল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত পাঁচ শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা দিলো কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজাউল সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষক-কর্মচারী ও মাদ্রাসার ২জন প্রতিষ্ঠাতা সদস্যকে মাদ্রাসা কর্তৃপক্ষ সংবর্ধনা দিয়েছে। রোববার (১২ জুন) দুপুরে মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমান।
সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন-সহকারী অধ্যাপক মঈনুদ্দীন সিরাজী, আরবী প্রভাষক ইমতিয়াজ আলী, বাংলা প্রভাষক আতাউর রহমান আপ্তাব, সহকারী গ্রন্থাগারিক নুরুল ইসলাম ও কর্মচারী আয়াজ আলী এবং প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন-লন্ডন প্রবাসী মুহিবুর রহমান ও ফ্রান্স প্রবাসী কমর উদ্দিন।মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর’র সভাপতিত্বে ও আরবী প্রভাষক শাব্বির আহমদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কলেজ ঈমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা এহসান উদ্দিন, ফুলবাড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, সুজাউল সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আ.ক.ম আব্দুল আজিজ, মাওলানা হাবিবুর রহমান, গভর্ণিং বডির সদস্য শাহজান উদ্দিন, মুজাহিদুল ইসলাম প্রমুখ।