বড়লেখায় আওয়ামীলীগের বর্ধিত সভা
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা শনিবার (১১ জুন) সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর’র উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান।
বর্ধিত সভায় উপজেলার দাসেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত করে দিবারঞ্জন দাসকে আহবায়ক এবং আবু বক্কর, জিয়াউর রহমান ও ফখরুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে চার সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া জুলাই মাসের মধ্যে উপজেলার প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড কমিটির সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও আমেরিকা প্রবাসী আওয়ামীলীগ নেতা বদর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমুখ।