নূপুর শর্মাকে সমর্থন করা কলেজ শিক্ষকের স্ট্যাটাসে বড়লেখায় প্রতিবাদ ও নিন্দার ঝড়
নিজস্ব প্রতিবেদক :: মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে আপত্তিকর মন্তব্যকারী নূপুর শর্মাকে সমর্থন করে স্ট্যাটাস দিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দিগেন্দ্র চন্দ্র দেবনাথ। বৃহস্পতিবার (০৯ জুন) রাতে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা বিতর্কিত মন্তব্যের পরই তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। সকলেই তার গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও তাৎক্ষণিক অপসারণের দাবি তুলেন। শুক্রবার (১০ জুন) দুপুরে কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। এদিকে ভারতের নূপুর শর্মা ও বড়লেখার কলেজ শিক্ষক দিগেন্দ্র চন্দ্র দেবনাথের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তৌহিদী জনতার পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষক দিগেন্দ্র দেবনাথকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
জানা গেছে, মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে ভারতের সরকার দলের সদ্য বহিস্কৃত মুখপাত্র নূপুর শর্মার শাস্তির দাবিতে সারা বিশ্বে যখন প্রতিবাদের ঝড় বইছে ঠিক তখনই নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দিগেন্দ্র চন্দ্র দেবনাথ। নিজের ফেসবুক আইডিতে তিনি বিতর্কিত নূপুর শর্মাকে সমর্থন করে একটি পোস্ট করেন। নিন্দা ও প্রতিবাদের ঝড় শুরু হলে তোপের মুখে স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরই তা রিমুভ করেন।
এদিকে শুক্রবার বাদ জুমআ ও বাদ আসর মহানবীকে নিয়ে নূপুর শর্মার করুচিপূর্ণ মন্তব্য এবং বড়লেখার কলেজ শিক্ষক দিগেন্দ্র চন্দ্র দেবনাথের ফেসবুক পোস্টের প্রতিবাদে তৌহিদী জনতার ব্যানারে বড়লেখা পৌর শহর, উপজেলার দক্ষিণভাগ বাজার, উত্তর শাহবাজপুর বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর শহরের বড় মসজিদের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মুফতি রুহুল আমিন, মাওলানা ইয়াহিয়া, মাওলানা সাদিক আহমদ, মাওলানা আবিদ আহমদ, মাওলানা মনোয়ার হোসেন, মাওলানা এনাম উদ্দিন, মাওলানা আতিকুর রহমান প্রমুখ।
অপরদিকে বাদ আছর দক্ষিণভাগ বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মুফতি খয়রুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, হাফেজ খলিলুর রহমান শাহীন, মাওলানা এমদাদ, ছিদ্দিকুর রহমান, ফয়জুর রহমান প্রমুখ।
বক্তারা ভারতের নূপুর শর্মা ও বড়লেখার সাম্প্রদায়িক উস্কানিদাতা কলেজ শিক্ষক দিগেন্দ্র চন্দ্র দেবনাথকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যতায় তৌহিদী জনতার অন্তরে যে রক্তক্ষরণ শুরু হয়েছে তার বিস্ফোরণ ঘটবে।
এ বিষয়ে বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসনে সরদার জানান, এ বিষয়ে কলেজ শিক্ষক বা অন্য কেউ থানায় কোনো জিডি অথবা মামলা করেননি। ওই সহকারী অধ্যাপকের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে বড়লেখা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জায়েদ আহমদ জানান, কলেজের সহকারী অধ্যাপক দিগেন্দ্র চন্দ্র দেবনাথের ফেসবুক আইডির অনাকাক্সিক্ষত স্ট্যাটাসের বিষয়টি কলেজ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। তাৎক্ষণিক তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে কলেজ কর্তৃপক্ষ দৃঢপ্রতিজ্ঞ।