মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বড়লেখায় আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক :: ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র উদ্যোগে শুক্রবার (১০ জুন) বিকেলে পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় বিজয় মার্কেটের সম্মুখে পথসভায় মিলিত হয়। বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলামের উপস্থাপনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, তালামীযের সাবেক সভাপতি কেএম সেলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, বড়লেখা লতিফিয়া ইমাম সমিতির সভাপতি মাওলানা কুতবুল আলম, বড়লেখা উপজেলা তালামীযের সভাপতি রুবেল আহমদ, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সম্পাদক ফয়ছল আলম স্বপন প্রমুখ।