বড়লেখায় দৈনিক যায়যায়দিন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। । বহুল প্রচারিত এই পত্রিকাটির জন্মদিনকে ঘিরে মঙ্গলবার (০৭ জুন) দুপুর সাড়ে ১২টায় এক অনাড়ম্বর পরিবেশে পৌর শহরের জিম্মি রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টারে আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়। যায়যায়দিন’র উপজেলা প্রতিনিধি সুলতান আহমদ খলিলের সভাপতিত্বে ও মোস্তফা উদ্দিনের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি সংবাদ প্রতিনিধি অসিত রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি অ্যাডভোকেট গোপাল দত্ত, আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, ইনকিলাব প্রতিনিধি সুলতান মাহমুদ খান প্রমুখ।