বড়লেখায় পরিবেশ দিবস উপলক্ষে চারা রোপন, বিতরণ ও বাউল উৎসব
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে রোববার (৫ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা রোপণ ও বিতরণ অভিযান এবং বাউল উৎসবের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ এবং উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর নেতৃত্বে বড়লেখা সরকারি কলেজ, ছোটলিখা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রজাতির বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়। এ কার্যক্রমে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, অধ্যক্ষ জায়েদ আহমদ, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক উসমান আলী প্রমুখ। বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে বাউল উৎসব অনুষ্ঠিত হয়। এতে বৃক্ষের উপকারিতা ও গুরুত্ব তুলে ধরে বাউল শিল্পীগণ গান পরিবেশন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন প্রমুখ বাউল শিল্পীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন।