আবাসিকে বাড়ল গ্যাসের দাম, যানবাহনে বাড়ানো হয়নি
বড়লেখা নিউজ ডেস্ক :: ভোক্তা পর্যায়ে আবাসিকে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। রোববার (৫ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক এ ঘোষণা দেন। তিনি বলেন, আবাসিকে দুই চুলার দাম ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১০৮০ টাকা করা হয়েছে। আর এক চুলার দাম ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের ক্ষেত্রে ১২ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১৮ টাকা, সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দর ঘনমিটারপ্রতি ৪ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ১৬ টাকা করা হয়েছে। এছাড়া সার উৎপাদনে সবচেয়ে বেশি ২৫৯ শতাংশ, বৃহৎ শিল্পে ১১ দশমিক ৯৬ শতাংশ, বিদ্যুতে ১২ শতাংশ, ক্যাপটিভে ১৫ দশমিক ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। গড়ে ২২ দশমিক ৭৮ শতাংশ দাম বাড়ল গ্যাসের দাম। তবে যানবাহনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানো হয়নি।