প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বড়লেখায় যুবলীগের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ৪ জুন, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ | সংবাদটি ২০৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুবলীগ শনিবার (০৪ জুন) দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, যুবলীগ নেতা সায়ফুর রহমান, হারুনুর রশীূদ বাদশা, জিয়াউর রহমান, মিজানুর রহমান, বদরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, যুবলীগ নেতা নোমান আহমদ, জালাল আহমদ, বদরুল আলম উজ্জ্বল প্রমুখ।