বিসিএসে সুপারিশপ্রাপ্ত বড়লেখার দুই কৃতিকে অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক :: ৪০ তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে নিয়োগ সুপারিশপ্রাপ্ত বড়লেখার কৃতিসন্তান সুমাইয়া ফেরদৌস (ট্যাক্স) ও শারমিন বেগমকে (প্রশাসন) সংবর্ধনা দিয়েছে বড়লেখা অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ। বুধবার (০১ জুন) বিকেলে সংঘের সভাপতি সাবেক পিডিবি নির্বাহী প্রকৌশলী তালিবুল ইসলামের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আব্দুস সাত্তারের উপস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিসিএস নিয়োগে সুপারিশপ্রাপ্ত সুমাইয়া ফেরদৌস ও শারমিন বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, ব্যাংক কর্মকর্তা এটিএম খায়রুল ইসলাম, প্রবীণ নাগরিক সংঘের প্রতিষ্ঠাতা সদস্য কৃপাময় পাল, গোলাম মুহিব চৌধুরী প্রমুখ।